খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পারমেখলিগঞ্জে গতবছর রাজ্য সড়কের উপর থাকা একটি সেতু ভেঙে যায়। স্থানীয় বিধায়ক ও পূর্ত দপ্তরের চেষ্টায় পুরানো সেতুর জায়গায় নতুন সেতু বসানোর কাজ শুরু হয়েছে। সেতুর কাজ শেষ হলে মানুষের চলাচলের সমস্যা মিটবে। বিধানসভা নির্বাচনের আগে সেতুর কাজ শুরু হওয়ায় শাসক দলের নেতারাও চাপ মুক্ত। প্রথমে লোহার তৈরী জয়েস্ট সেতু হলেও পরে কংক্রিটের সেতু হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...