যুবক গাঁজা সহ গ্রেপ্তার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার  পুলিশ  গাঁজা সহ  এক যুবককে গ্রেপ্তার করে। সে সাইকেলে ক্যুরিয়ার সার্ভিসের ব্যাগে গাঁজা  নিয়ে যাচ্ছিলো। তার নাম তাজিবুল হক। উদ্ধার  হওয়া গাঁজার দাম প্রায় ৫৫ হাজার টাকা। সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারে আর কে কে জড়িত তা জানার চেষ্টা করা হবে। আদালত ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজত দিয়েছে।