খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বাইকের বহু দুর্ঘটনা ঘটলেও বীরপাড়া মাদারীহাটের বাইক চালকেরা হেলমেট ছাড়া গাড়ি চালান বা তিনজন বাইকে ওঠেন। উঠতি বয়সের ছেলেদের মধ্যেই এই ভাবে গাড়ি চালানো বেশি দেখা যাচ্ছে। গত ৩৪ মাসে পথ দুর্ঘটনায় বাইকে প্রায় ৩৪ জন মারা গিয়েছেন। পুলিশ জানায় লাগাতার প্রচারাভিযান চলছে এবং গত ১ মাসে প্রায় ৫০০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...