খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিদ্যুতের চাহিদা খুব কম। খুব লোকসান চলেছে। ফলে বাঁচার রাস্তা খুঁজছে বিদ্যুৎ দপ্তর। তাপবিদ্যুৎ ছেড়ে সৌরবিদ্যুতে নজর দিতে হচ্ছে। কোলাঘাট ও ব্যান্ডেলের বিদ্যুতের দুটি ইউনিট খুব পুরোনো। মেরামত হবে না। প্রায় সময়ই বন্ধ থাকে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় নতুন কোনো ইউনিট ও বসানো যাবে না। ফলে সৌর বিদ্যুতের চিন্তা। এতে খরচ কম,বিদ্যুৎ ও পাওয়া যাবে, জায়গাও কাজে লাগবে। পরিবেশরক্ষার ঝামেলা থাকবে না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...