খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মাথাভাঙ্গা শহরে দুটি নদী আছে – মানসাই ও সুটুঙ্গা। প্রতিদিন বহু মানুষ এই দুই নদীর চরে শৌচকর্ম করে। কিন্তু মাথাভাঙ্গা পৌরসভা কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই। অনেক শৌচাগার দীর্ঘদিন তৈরী হয়ে পড়ে আছে কিন্তু ব্যবহার হয় না। এমনকি মাথাভাঙ্গা বাজারেও শৌচালয় নেই। ফলে পরিবেশের সঙ্গে দৃশ্য দুষণ ও চলছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...