খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :লাদাখে জমি দখলের জবাবে ভারত পাবাজি আপ নিষিদ্ধ করেছে। আগে ২বারেভারত ১০৮টি চীনের আপ নিষিদ্ধ করেছিল। এবারে আরও ১১৮টি যোগ হল। গালওয়ানে সেনা সংঘর্ষের পর থেকে ভারত চীনের প্রতি কঠোর মনোভাব নিয়েছে। সীমান্তে ভারতের সেনার তৎপরতা বেড়েছে। অন্যদিকে ভারত অনেক আপ নিষিদ্ধ করে সাইবার বাণিজ্যে আঘাত আনার চেষ্টা করছে। তবে পাবাজি বন্ধ হওয়ায় অভিভাবকেরা খুব খুশী। এই গেমগুলো ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিল।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...