খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রোজ যানজট বাড়ছে ময়নাগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কে। সঙ্গে দুর্ঘটনাও বাড়ছে।সড়ক পথে ময়নাগুড়ির পাওয়ারহাউস থেকে সিনেমা হল পর্যন্ত যানজট রোজ লেগেই আছে। রাস্তায় প্রচুর ট্রাক দাঁড়ায়। ফলে পথচারী, বাইক, রিক্সা এমনকি হেঁটেও চলাচল করা যায়না। পঞ্চায়েত প্রধান ও ময়নাগুড়ির ওসি জানান দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান করবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...