খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:করোনার সময় মেখলিগঞ্জে বিভিন্ন মোড়ে গড়ে উঠেছে বাজার। অনেকে এদের লকডাউন বাজার বলেন এবং আড়ালে এখানে মদের কারবার চলেছে। স্থানীয়দের মতে যেখানে সেখানে মদ বিক্রি হচ্ছে। বিক্রেতা মদ গর্তে বা জঙ্গলে লুকিয়ে রাখছেন। খদ্দের এলেই মদ বোতল থেকে ঢেলে দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে অভিযান চলছে। সাফল্য ও পাওয়া যাচ্ছে। অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...