খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এইবার আইপিএল ২০২০ যা অনুষ্ঠিত হতে চলেছে ইউনাইটেড আরব এমিরেটস য়ে সেপ্টেম্বরের ১৯ ২০২০ থেকে তাতে সব দলের মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হয়ে থাকছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে ।অনিল কুম্বলে সম্মন্ধে বলতে গিয়ে ভারতের ও কিংস ইলেভেন পেসার মোহাম্মদ শামি বলেন অনিল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক তা ভালো আর ম্যাচ জেতার ক্ষেত্রে কোচের সঙ্গে ভালো বোঝাবুঝি খুব দরকার নিজের মতামত সেই ক্ষেত্রে তুলে ধরা যায় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...