খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কম আমদানির জন্য ডিমের দাম চড়ছে। ফলে সাধারণ মানুষের মাথায় হাত। গত মাসে ৩০ টি ডিমের দাম ছিল ১২৫-১৩০ টাকা। গত দু সপ্তাহে বেড়ে হয়েছে ১৬৫-১৭৫ টাকা। কিন্তু দাম বাড়ার কারণ অজানা। ডিম্ বিক্রেতারা জানাচ্ছেন ভিনরাজ্যে থেকে ডিম আমদানি করা হয়। চাহিদা থাকলেও যথেষ্ট আমদানি নেই। ফলে দাম বাড়ছে। দাম বাড়ায় অনেকেই বাধ্য হয়ে ডিম কেনা কমিয়ে দিয়েছেন। বাজার স্বাভাবিক হলে ডিমের দাম কমবে বলে মনে হয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...