খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোনো নিষেধ। কেন্দ্র ও রাজ্য সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এর জন্য জরিমানা আদায় , কান ধরে ওঠবোস করাচ্ছে পুলিশ। কিন্তু সাধারণ মানুষ, দোকানদার নির্বিকার। রবিবার এই অবস্থা দেখা গেলো বীরপাড়ায়। এখানে বেশ কিছু লোক সংক্রামিত হয়েছে। কিছুদিন আগে ১৪ দিন টানা লক ডাউন ও ছিল। তবে ৯৫ শতাংশ মানুষই মাস্ক ব্যবহার করেন না। বি ডি ও জানান আগেও প্রচার করা হয়েছে এবং আবার প্রচার চালানো হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...