খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ময়নাগুড়িতে অতিরিক্ত বৃষ্টির জন্য কৃষিজমি নদীতে পরিণত হলো। প্রায় ১ থেকে দেড় কিলোমিটার কৃষিজমি ভেঙে জল বয়ে গেছে এবং বামনি নদীতে গিয়ে পড়েছে।প্রথমে জলের উচ্চতা বেশি থাকলেও পরে আস্তে আস্তে কমে যায় ও বড় খাদ দেখা দিয়েছে। সোমবার বিধায়ক ও জেলা পরিষদের তরফে এই এলাকা পরিদর্শন করা হয়। কৃষকেরা জানালেন এই জমিতে চাষ নাও করা যেতে পারে এবং অবিলম্বে এর জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...