খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ কে হয়তো এইবারের মত আইপিএল থেকে সরে দাঁড়াতে হতে পারে ।আরসিবির বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় বলেই গোড়ালিতে চোট পান তিনি । যন্ত্রনা নিয়ে চারটি বল করার পরে মাঠ থেকে উঠে যান তিনি । পরে ব্যাট করতে নেমে তার দাড়াঁতে সমস্যা হচ্ছিলো বলে প্রথম বলে আউট হয়ে যান তিনি ,হায়দ্রাবাদের তরফে জানানো হয়েছে বাকি ম্যাচ গুলি তিনি না খেলতে পারলে তার জায়গায় ডান খ্রীষ্টান খেলবে ।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...