খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিধানসভা নির্বাচন আসছে। কোচবিহারে এই অবস্থায় সোমবার কোতোয়ালি থানার পুলিশ ও এস এস বি যৌথভাবে অভিযান চালিয়ে ৯ জন দুষ্কৃতীকে এক কোটি টাকার জাল নোট সহ ১৭ টি সোনালী ধাতব বিস্কুট উদ্ধার করে। এছাড়াও কোচবিহারে কদিন আগেই প্রচুর আগ্নেয়াস্ত্র ও কয়েক কোটি টাকার হেরোইন ধরা পড়েছে। গ্রেপ্তার হওয়া ৯ জন অসম থেকে এসেছে বলে জানা গেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...