খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এখনো অগাস্ট মাসের পেনশন পাননি কোচবিহার পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। ফলে তারা অর্থসংকটে পড়েছেন।তারা এদিন পুরসভার সামনে বিক্ষোভ আন্দোলন করেন । পেনশনের ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার এবং বাকি ৬০ শতাংশ টাকা দেয় পুরসভা। বর্তমানে পেনশনারের সংখ্যা প্রায় ২৫০। পুরসভা সূত্রে জানা যায় করোনার জন্য তাদের আয় কমে গেছে। ফলে পেনশন ও অস্থায়ী কর্মীদের বেতন দিতে পারছে না। অর্থ সংকটের জন্য পেনশন দেওয়া যায় নি তবে খুব শীঘ্র পেনশন মিটিয়ে দেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...