খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:দীর্ঘদিন ধরে পুলিশের গাড়ি নিয়ে সমস্যা চলছে শিলিগুড়িতে। ভাঙাচোরা পুরানো দিনের গাড়ি নিয়েই পুলিশকে ছোটাছুটি করতে হয়। গাড়িগুলির চাকার অবস্থা শোচনীয়। যে কোন দিন যে কোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পাড়ে গাড়িগুলি। শহরের থানা ফাঁড়ি মিলিয়ে ২৫ টি টহলদারী ভ্যান আছে।কিন্তু সব ভ্যানগুলির অবস্থা খারাপ। ভিন রাজ্যে বা অভিযানে যেতে হলে পুলিশের ভরসা ভাড়া করা গাড়ি এবং অপ্রশিক্ষিত চালক।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...