খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:কোচবিহার জেলার মেখলিগঞ্জ ও তুফানগঞ্জে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নিজস্ব বাড়ি রয়েছে। এদিকে মাথাভাঙ্গায় সময়ে ভবন তৈরী করতে না পারায় বাড়ি তৈরির টাকা ফেরত চলে গেছে। দীর্ঘ দিন ধরে ভবন তৈরির জন্য জমি ঠিক করা আছে। গোটা এলাকা এখন আগাছায় ঢাকা। একটি ছোট বাড়িতে এখন দপ্তরের কাজ কর্ম চলে। কাজ করতে কর্মীদর খুবই অসুবিধা হয়। মহকুমা শাসক বলেন বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...