খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :করোনার জন্য পূজা কি ভাবে হবে এই নিয়ে চিন্তায় ছিল সবাই। কিন্তু এইবার অনুদান দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। গতবার অনুদান ছিল ২৫ হাজার টাকা। এবার অনুদান দেওয়া হবে ৫০ হাজার টাকা। এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগে চাঁদা ও বিজ্ঞাপনের মাধ্যমে পূজার খরচ তোলা হত। তবে এবার পরিস্থিতি আলাদা। সবাই বলছেন অনুদান বৃদ্ধি পাওয়ায় এবারে পূজা করতে অসুবিধা হবে না।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...