খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের ২রা অক্টোবর পোরবন্দরে জন্মগ্রহণ করেন। বাবার নাম করমচাঁদ গান্ধী ও মায়ের নাম পুতলিবা। ধার্মিক মা ও জৈন পরিবেশে থাকার জন্য তিনি শৈশব থেকেই নিরামিষ ভোজন, জীবনের প্রতি অহিংসা, আত্মশুদ্ধির জন্য উপবাস শিখেছিলেন। তেরো বছর বয়সে কস্তুরবা মাখাঞ্জীকে বাবা মায়ের পছন্দেই বিয়ে করেন। তাদের চার ছেলে – হরিলাল, মনিলাল, রামদাস ও দেবদাস। ছাত্রাবস্থায় তিনি মাঝারি মানের ছাত্র ছিলেন এবং কোনোরকমে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...