খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পঞ্চায়েতকে বহুবার জানানো হয়েছে। কিন্তু গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। খারাপ রাস্তার জন্য বাজারে ফসল নিয়ে যাওয়া যায় না। ফলে কম দাম পাওয়া যায়। এবার রাস্তার উপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করলেন তপন ব্লকের সাদিল্লাপুর এলাকার লোকেরা। গ্রামবাসীরা বলেন ভোট এলেই নেতা মন্ত্রীরা এসে রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিলেও কাজ হয় না। পঞ্চায়েত প্রধান বলেছেন রাস্তার প্ল্যান জমা পড়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...