খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনা তে মেদিনীপুর মেডিক্যাল কলেজের মৃত চিকিৎসক সুরেন্দ্রনাথ বেড়ার স্ত্রী স্বাতী ভৌমিক কে চাকরি দেওয়া নিয়ে স্বাস্থ্য দফতরের শীর্ষ স্তর থেকে আশ্বাস মিলেছে বলে জানালেন ,রাজ্যের চিকিৎসক সংগঠন ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম ।সম্প্রতি মৃত ডাক্তারের স্ত্রীর হাতে ৯ লক্ষ্য টাকা তুলে দিয়েছেন ওই সংগঠনটি গতকাল ওই সংগঠনের প্রতিনিধির সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠকে ওই আশ্বাস মিলেছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...