খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সোমবার কুমারগঞ্জে বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়েছে। বিভিন্ন গ্রামে নদীর জল বেড়েছে। মানুষেরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। আত্রেয়ী নদীর জল বাড়ায় মাঠের ফসল সবজি সব জলের তলায় চলে গেছে। নদীর জলে পুকুর ভেসে গিয়ে সব মাছ বেরিয়ে গেছে। ফলে কৃষক ও মাছ চাষিদের মাথায় হাত পড়েছে। গাজোল ও বালুরঘাট জাতীয় সড়কে আত্রেয়ী নদীর জল ধাক্কা মারছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...