খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :৩১ নম্বর জাতীয় সড়কে বড় বড় গর্ত হয়েছে বর্ষায়। যানজট লাগেই আছে। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। রাস্তা ঠিক করার কোন চেষ্টাই নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। তাই যানজট ও দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশ ইট কিনে গর্ত ভর্তি করেছে ইসলামপুরের জাতীয় সড়কে। স্থানীয় লোকেরা পুলিশের এই কাজে খুব খুশি। তারা বলেন এই কাজ দ্বারা পুলিশের মানবিক দিকটি ফুটে উঠেছে ও তাদের সামাজিক দায়বদ্ধতা প্রমান করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...