খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সরকারি ট্রাক টার্মিনাসের ভেতরে দুই চালকের মধ্যে মারপিট শুরু হওয়ার পর একজন গুরুতর আহত হন। তার নাম শৈলেশ কুমার। তিনি বিহারের বাসিন্দা। একজন তার মাথায় রড দিয়ে আঘাত করে টার্মিনাসের ভিতরে সব জায়গায় আলো জ্বলে না এবং রোজ মদের আসর বসে। এই মদের আসর থেকেই গন্ডগোল শুরু হয়।ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় আহতকে জলপাইগুড়ির সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...