খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়ার্নার। শুরু করেন বেয়ারস্টোর সঙ্গে খুনে মেজাজে।দুজন্য ১৫ ওভারে করেন ১৬০রান। তারপর দুজনেই পর পর আউট হয়ে যান। পরের ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় হায়দরাবাদ ২০ ওভারে করে ২০১ রান। পরে ব্যাট করতে নেমে পূরণের ৭৭ রান ছাড়া পাঞ্জাবের আর কেউ ভাল রান করতে পারেনি। ১৬.৫ ওভারে পাঞ্জাবের সকলে আউট হয়ে যান ১৩২ রানে । হায়দরাবাদ জেতে ৬৯ রানে এবং বেয়ারস্টো ম্যাচের সেরা হন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...