খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : covid সংক্রমণের কথা মাথায় রেখে এই বার দক্ষিণেশ্বরে পুজোর আয়োজন করা হয়েছে ।অনলাইনে পুজো দেখার ও সুযোগ পাচ্ছেন ভক্তরা । তবে বেলা গড়াতেই দেখা গেলো ভক্তরা বিভিন্ন জায়গায় থেকে এসে ভিড় জমাতে শুরু করেছেন ।এই দিন মন্দির কর্তৃপক্ষ সকাল ৭ টা থেকে রাত ৩ টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ।এই দিন দুপুর ১২:৩০ নাগাদ ভোগ নিবেদন করা হয় মা ভবনতারিনীর কাছে এবং দুপুর ১ টা নাগাদ ভোগ আরতি অনুষ্ঠিত হয় ,সূর্যাস্তের পরে আলোকমালায় সজ্জিত মা ভবতারিনীর মন্দির কে অসামান্য লাগছিলো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...