এএফসি লাইসেন্সিয়ে মোহনবাগান পাস্ করলেও ইস্টবেঙ্গল,ওড়িশা সহ আরো কিছু টিম ব্যর্থ হয়েছে। তবে এবার এএফসি করোনার জন্য অনেকটা ছাড়ের ব্যবস্থা রেখেছে ইস্টবেঙ্গল এবারে শেষ মুহুর্তে শ্রী সিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কাগজপত্র জমা করেছে। সোমবার ফেল করা টিমগুলিকে মুচলেকা দিতে হবে যে তারা ২০২১ সালে সমস্ত শর্ত পূরণ করবে। তবেই তারা খেলার অনুমতি পাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...