
সোমবার নীতিশ কুমার সপ্তমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন , সঙ্গে রইলেন বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী -তারকেশ্বর প্রসাদ এবং রেনু দেবী। দুজনের কেউই অবশ্য বিহারের রাজনীতিতে নীতিশের ঘনিষ্ট নন। ৪৩ টি আসন নিয়ে নীতিশের জেডিইউ এবারের ভোটে তৃতীয় হয়েছে আরজেডি ও বিজেপির পর। এদিন বিজেপির ৭ জন ,জেডিইউর ৬ জন ,ভিআইপি ও হ্যাম দলের ১ জন করে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।