এ বছরে গোয়াএফসিতে কোচ লোবেরো নেই। গতবার চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কোচকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে প্রস্তাব দেয় মুম্বই এফ সি এবং তিনি সেই প্রস্তাব গ্রহণ করেন।তার সঙ্গে পুরানো টিমের হুগো বোউমস ,আহমেদ জাহাউ ,মান্দার রাও দেশাই এবং মোরতাদা ফলকে মুম্বইতে যোগ দিয়েছেন। এছাড়া মনবীর, জ্যাকিচাঁদ সহ বেশ কিছু ভারতীয় খেলোয়াড় গোয়া দল ছেড়েছেন। নতুন কোচ হয়েছেন হুয়ান ফেরান্দো। এবার গোয়া এ এফ সি চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্বে খেলবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...