শিলিগুড়িতে অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগে প্রধাননগর থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। গুরুংবস্তির একটি বহুতল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পরে অনেক জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ১০ টি কম্পিউটার এবং ৭ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। কিন্তু মূল পান্ডাদের পুলিশ ধরতে পারেনি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করছে পুলিশ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...