মাঝেরহাট সেতুর নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এখন সেতুর ভার বহন ক্ষমতা যাচাই করার কাজ চলছে। সোমবার রাত থেকে এই কাজ চলছে। পরীক্ষায় পাশ করতে পারলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। রাতে পরীক্ষা হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয় নি। সেতুর ওপরে আলো বসানোর কাজ শেষ হয়েছে। এক প্রস্থ রং করা হয়েছে। সেতুর নীচে সুন্দর করে তোলার কাজ বাকি আছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...