খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন আইএসএল প্রতিযোগিতা তে এসসি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হলো টপ টেক টিএমটি বার ।শোনা যাচ্ছে আরো কিছু কো স্পনসর ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হতে পারেন । শ্রী সিমেন্ট তো আগে থেকেই মূল স্পনসর তথা ইনভেস্টর ছিলই,এখনো টপ টেক টিএমটি বার ও ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তাদের কে যুক্ত করে ফেলে দিলো । বলাই বাহুল্য আইএসএলের আগে পারদ চড়ছে সমর্থকদের মধ্যে এবং উত্তেজনা ও বাড়ছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...