ময়নাগুড়ির কমলালেবু অতুলনীয়

SONY DSC

এবারে করোনার জন্য ভুটানের  কমলার আমদানি কম হয়েছে। সে চাহিদা মেটাচ্ছে ময়নাগুড়ির কমলা। তার স্বাদ ,গন্ধ এবং রং দার্জিলিং ও ভুটানের কমলার সঙ্গে পাল্লা দিচ্ছে।ময়নাগুড়ির এক চাষি সিটং থেকে কয়েক বছর আগে ৭০০ টি কমলার চারা  নিয়ে এসে চা বাগানে ছায়ার জন্য লাগিয়েছিলেন। গত বছর থেকে ফলন হচ্ছে। এবারেও প্রচুর কমলা গাছে এলেও অসময়ের বৃষ্টিতে অনেক কমলা নষ্ট হয়েছে।