এবারে করোনার জন্য ভুটানের কমলার আমদানি কম হয়েছে। সে চাহিদা মেটাচ্ছে ময়নাগুড়ির কমলা। তার স্বাদ ,গন্ধ এবং রং দার্জিলিং ও ভুটানের কমলার সঙ্গে পাল্লা দিচ্ছে।ময়নাগুড়ির এক চাষি সিটং থেকে কয়েক বছর আগে ৭০০ টি কমলার চারা নিয়ে এসে চা বাগানে ছায়ার জন্য লাগিয়েছিলেন। গত বছর থেকে ফলন হচ্ছে। এবারেও প্রচুর কমলা গাছে এলেও অসময়ের বৃষ্টিতে অনেক কমলা নষ্ট হয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...