গত মরসুমে শুরুটা ঠিকমত না হলেও পরে একদম আই লীগ চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের মনে চিরতরে রয়ে গেছেন। সেই ভিকুনাই আজ নামছেন কেরালার কোচ হয়ে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। তিনি জানান মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি অবাক হয়ে থাকবেন কারণ তার আবেগ ও অনুভূতি এই টিমকে ঘিরে। তবে তিনি পেশাদার এবং কেরালাকে জয়ী করানোই তাঁর লক্ষ্য থাকবে। তিনি সুন্দর ফুটবল উপহার দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন আর তাঁর বিশ্বাস ভালো ফুটবল খেললে ফলও ভাল হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...