এই প্রথমবার ১১ দলের মধ্যে প্রতিযোগিতা হবে।প্রথমে ৮ টি দল নিয়ে ২০১৪ সালে এই প্রতিযোগিতা শুরু হয়। এবারে মোট ম্যাচ সংখ্যা ১১৫টি। দর্শকশূন্য স্টেডিয়ামে সমস্ত ম্যাচ হবে। খেলার আগে মাঠ কর্মীদের করোনা পরীক্ষা করা হবে। এবারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রথম এই প্রতিযোগিতায় যোগদান করছে। গোয়ার তিনটি মাঠে সব কটি খেলা হবে। পাঁচজন খেলোয়াড় এক ম্যাচে পরিবর্তন করা যাবে। একটি দল ৩৫ জন খেলোয়াড়ের নাম নথিভুক্ত করতে পারবে। অন্যান্য বারের মত একসঙ্গে না নেমে দুটি দল আলাদা আলাদা ভাবে মাঠে নামবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...