পাঁচ দিন বন্ধ থাকার পর আবার বিন্নাগুড়ি চা বাগান খুলে গেলো। বাগান খোলায় শ্রমিকেরা খুব খুশি। বুধবার রাতে বাগান কর্তৃপক্ষ ফিরে এলে শ্রমিকেরা তাঁদের ফুলের তোরা দিয়ে স্বাগত জানান।কাজে যোগ দিয়ে শ্রমিকেরা বলেন চাবাগান থেকেই তাদের রুটি ও রোজগার হয়। বাগান বন্ধ হওয়ায় তারা চিন্তায় ছিলেন।শ্রমিক আন্দোলনের জেরে গত ১৪ তারিখে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ লাগিয়ে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যান।.
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...