মশার জন্য শিলিগুড়িবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। প্রত্যেকদিন প্রতিটি ওয়ার্ডে মশার কামড় বাড়ছে। মশা মারতে নিয়মিত ধোঁয়া দেওয়া হয় না। জঞ্জাল সাফাই ও নর্দমা পরিষ্কার ঠিকমত করা হয় না। পুরসভা সূত্রে জানা যায় কালীপূজা ও ছটপূজা উপলক্ষ্যে সাফাই কর্মীর ঘাটতি আছে তাই কাজ ঠিকমত করা যাচ্ছে না। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। মশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গি ,ম্যালেরিয়া এই সব রোগ বাড়ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...