নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত রেলপথে বিদ্যুৎ সংযোগের কাজ প্রায় শেষ পর্যায়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিউ কোচবিহার থেকে রাণীনগর এই ১০০ কিমি পথে ট্রায়াল রান হবে। এরপর কমিশনার অফ সেফটি এসে সব দেখে গেলেই ইলেকট্রিক ট্রেন চলবে। এই কাজ ২০১৮ সালে শুরু হয়। এবছর এপ্রিলে পরিষেবা চালুর কথা থাকলেও লক ডাউনে কাজ পিছিয়ে যায়। এই পরিষেবা চালু হলে ট্যুরিজম,শিল্প ,বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গ লাভবান হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...