গতবার সুব্রত পাল ছিলেন জামশেদপুর এফ সিতে। দলবদলে এবার তিনি হায়দরাবাদে ,যে দল সোমবার আই এস এলে প্রথম ম্যাচ খেলতে নামছে ওড়িশার বিরুদ্ধে। গতবার হায়দ্রাবাদ ১২ টি ম্যাচ হেরে ৩৯ গোল খেয়েছিল। ওড়িশার ব্রিটিশ কোচ ব্যাক্সটার বলেন প্রত্যেক দলেই ভাল ও নতুন খেলোয়াড় এসেছে। আবার নতুন করে লড়াই শুরু হবে। ওড়িশায় আছেন দুই ব্রাজিলীয় খেলোয়াড় -মরিসিও এবং মার্সেলিনহো। অন্যদিকে হায়দ্রাবাদে দুই তরুণ রোহিত দানু ও কোলাসো।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...