করোনার জন্য জীবন বদলে গেছে। অনলাইনে এখন অনেক জরুরি কাজ সেরে ফেলা যায়। কিন্তু প্রবীণদের একটি বড় অংশ অনলাইন কাজের ব্যাপারে সমস্যায় পড়েছেন।এ ব্যাপারে এন কে ডি এ ভিডিওর মাধ্যমে তাঁদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে। করোনার জন্য অনেক প্রবীণ নাগরিক বাড়ি থেকে বেরোতে পারেন না। ভিডিও দেখলে অনলাইন কাজগুলি করতে তাঁদের সুবিধা হবে। বাড়িতে বসেই তাঁরা কাজগুলি করতে পারবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...