বছরের একটি নিৰ্দিষ্ট সময়ে ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়। তার ওপর করোনার আক্রমণ।তাই নিউ টাউন কোলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ও হিডকো প্রবীণদের আবাসন স্নেহদিয়াতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করেছেন। ১লা ডিসেম্বর থেকে এই ব্যবস্থা চালু হবে। সোম থেকে শনিবার বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত এই কাজ চলবে। নিউ টাউনের প্রবীণ বাসিন্দারা এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...