আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধে পরিবহন চালু রাখতে সরকার ব্যবস্থা নিয়েছে। সরকারি বাস চলবেই। এছাড়া মেট্রো ,ট্রাম,ট্রেন ও জলপথে যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। কলকাতায় বেসরকারি পরিবহন নামাতে মালিক ও ইউনিয়নের বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকার বৈঠক করেছে। রাস্তায় যথেষ্ট পুলিশ থাকবে। গাড়ি ভাঙচুর হলে সরকারের তরফে বীমার ব্যবস্থা করা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...