ডার্বির আগে হাবাস খুব সতর্ক। তিনি সব প্রতিপক্ষের মত এস সি ইস্টবেঙ্গলকেও শ্রদ্ধা করেন। বিপক্ষ দলে ভালো বিদেশী খেলোয়াড় আছেন। চাপ সব দলের ওপর থাকবে ,তবে সেটা ৯০ মিনিটের জন্য। এদিনের অনুশীলনে হাবাস ফ্রি কিক ও কর্নারে জোর দিয়েছেন। তিনি দলে বেশি পরিবর্তন চান না। সেসা গোয়ার মাঠে সন্ধ্যায় অনুশীলন হয়।তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে ম্যাচটা জিতে ফেরার চেষ্টা করবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...