হেরে গিয়েও এখনই হতাশ হচ্ছেন না লাল হলুদের কোচ ফাউলার। অল্প সময়ের প্রস্তুতিতে প্রথম ম্যাচে দল ঠিকঠাকই খেলেছে বলে তিনি মনে করেন। তবে ফিটনেসে ঘাটতি রয়ে গেছে। প্রয়োজনের তুলনায় তা কম। তার মধ্যে এটিকে মোহনবাগান দলটি প্রায় ২ বছর এক সঙ্গে খেলছে। সেখানে ইস্টবেঙ্গল মাত্র আড়াই সপ্তাহ। তবে তিনি আশাবাদী। যত সময় এগোবে তত বোঝাপড়া বাড়বে ও দল ভাল খেলবে। এই দলে একজন ভাল স্ট্রাইকার প্রয়োজন। তাই এস সি কর্তৃপক্ষ ইংল্যান্ডের জো গার্নারকে আনার চেষ্টা করছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...