কয়লা পাচার কাণ্ডে ৪৫ টি জায়গায় একসঙ্গে হানা দিলেন সি বি আই অফিসারেরা। কয়লা পাচারের মূল চক্রী অনুপ মাঝি ছাড়া ইস্টার্ন কোলফিল্ডের ২ জন ম্যানেজার ,২ জন কর্তা ও মুখ্য নিরাপত্তা অফিসারের বিরুদ্ধে এফ আই আর করে সি বি আই। অভিযুক্তদের বাড়ি অফিস ছাড়াও তাদের আত্মীয় বন্ধু বান্ধবদের বাড়িতেও হানা দেওয়া হয়। তবে অনুপ মাঝি পলাতক। কলকাতা ছাড়া বিহার,ঝাড়খণ্ডে ও হানা দেওয়া হয়। সিবিআই জেরার সময় নিরাপত্তা অফিসার ধনঞ্জয় রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...