অভিনেতা রাহুল রায়ের শ্যালক রমিত জানিয়েছেন অভিনেতা কে মুম্বাইয়ের হাসপাতালের আই সিইউ থেকে সাধারণ বেডে স্থানানত্বর করা হয়েছে ।আরো খবর হলো তার চিকিৎসকরা তার জন্য স্পিচ থেরাপি ও ফিজিও থেরাপি শুরু করে দিয়েছে । স্বাস্থ্যের উন্নতি সত্ত্বেও চিকিৎসকরা তাকে আরো কিছু দিন তাদের তথ্যাবধানে রাখবেন ,উল্লেখ্য গত সপ্তাহে রাহুল রায় কার্গিলের গ্যালোয়ান ভ্যালিতে -১২ ডিগ্রি তাপমাত্রা তে এল এ সি লাইভ দি ব্যাটেল ছবি করার সময় মস্তিষ্কের স্ট্রোকে অসুস্থ্য হয়ে শ্রীনগরে ভর্তি হন তার পরে তাকে এয়ার এম্বুলেন্সে করে নিয়ে আশা হয়েছে ।
রাজ্য
নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর
এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২)...