মাঝেরহাট ব্রিজ উদ্বোধন হবে আগামিকাল বৃহস্পতিবার বিকালে। আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ব্রিজ। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই খবর জানান। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করে এই সেতুর নাম রাখা হয়েছে জয় হিন্দ সেতু। ২০১৮ সালের ৪ ঠা সেপ্টেম্বর এই ব্রিজ ভেঙে পড়েছিল। রেল ও রাজ্যের নানা টানাপোড়েনের পর সেতুর কাজ শেষ হয়েছে। রাজ্যের সেতু বিশেষজ্ঞরা পরীক্ষা করে রিপোর্ট পাঠাবার পর রেলের সম্মতি পাওয়া গেছে। এবার সেতু খুলে যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...