২০১৪ সালে বারাসাতে টোটো চলাচল শুরু হয়। প্রথমে সংখ্যা ছিল সাড়ে সাতশো। ২০২০ সালে জিজ্ঞাসা করলে কেউ বলেন সাত হাজার আবার কেউ বলেন ১০ হাজার। সঠিক তথ্য কারো কাছে নেই। বারাসাত পৌরসভার অনুমোদিত টোটোর সংখ্যা ২২০০।বাকি সব বেআইনী। তাদের কোন বৈধ নথিপত্র নেই। টোটোর দাপটে মানুষ তিতিবিরক্ত।প্রশাসন জানায় টোটোর বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। এ ব্যাপারে পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...