আনাজের দাম অগ্নিমূল্য। এর মধ্যে রান্নার গ্যাসের দাম কলকাতায় বাড়ল সিলিন্ডার পিছু ৫০ টাকা। মাসের শেষ দিনে গ্যাসের দামের পরিবর্তন ঘোষণা করা হয়।কিন্তু এবারে হটাৎ ডিস্ট্রিবিউটরদের কাছে ই মেল পাঠিয়ে দর বৃদ্ধির কথা জানানো হয়। একটি সূত্র মারফত জানা গেছে যে শীতে গ্যাসের চাহিদা বাড়ার জন্য বিশ্ব বাজারে গ্যাসের দাম বেড়েছে। এদিকে কেন্দ্রও ভর্তুকি কমিয়ে দিয়েছে। ভর্তুকি কমানোয় সরকারের ২২ হাজার কোটি টাকা বাঁচবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...