এই ম্যাচ জিতলেই লীগ টেবিলের শীর্ষে চলে যেতে পারত হায়দ্রাবাদ কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও গোল খেয়ে ম্যাচ ড্র করল তারা।খেলা শুরুর ৬ মিনিটের মাথায় কোলাসো বল গোলে মারার আগেই বল বিপদ মুক্ত করেন জামশেদপুরের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের সময় হায়দরাবাদকে এগিয়ে দেন সান্তনা। ৭১ মিনিটে সান্তনার গায়ে লেগে বল গোলে ঢুকলেও রেফারি গোল বাতিল করেন। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল শোধ করেন স্টিভন এজে।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...